(১)আলহাজ নূর আহমদ সাহেব
বৃত্তান্ত
তিনি এতিমদের জন্য দুই বিঘা জমি দান করেছেন।বার্তমানে তিনি বাড়ীর সামনে একটি হেফজ খানা ও একটি মসজিদ নির্মান করেছেন। তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তিনি গরিব ও অসহায় মানুষের পাশ্বে থাকেন বার্তমানে তিনি গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য ফ্রি উষধ ও চিকিৎসা বাবদ প্রায় প্রতি বৎসর দশ লক্ষটাকা ব্যয় করেন।
(২) অলি কুল শিরমনি হজরত শাহ আব্দুল মজিদ (রঃ)
(৩) অলি কুল শিরমনি হজরত শাহ আব্দুর রশিদ (রঃ)
(৪) অলি কুল শিরমনি হজরত শাহ হাফেজ আবদুল হাই (রঃ)
(৫) শাহিদ মাঞ্জুরু্ল হক চোং বিশি
ইউনিয়নের প্রখ্যাত ব্যাক্তিত্ব
১। ড. গোলাম মাওলা, সাবেক ভিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
২। আ: নোমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা।
৩। ক্যাপ্টেন আবদুস সোবহান, বীর উত্তম।
৪। মো: বশিরুল আলম, সহ: প্রাথমিক শিক্ষা অফিসার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস